ঠাকুরগাঁওয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে ছাত্রের মৃত্যু

0
82

জসীম উদ্দিন ইতি, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়া মা মনারানী রায়কে বাঁচাতে গিয়ে পবিত্র চন্দ্র বর্মণ (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (০৪ সেপ্টেম্বর) দুপরে সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের ধর্মপুর ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ঢোলারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত পবিত্র চন্দ্র বর্মন রুহিয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ও ঠাকুরগাঁও সদর উপজেলার মধুপুর (মাস্টারপাড়া) গ্রামের বাসুদেব চন্দ্র বর্মনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে পবিত্র চন্দ্র বর্মন তার মা মনারানী রায়ের সঙ্গে ধর্মপুর ডাঙ্গাপাড়া গ্রামে নানাবাড়িতে বেড়াতে যায়। এ সময় পবিত্র চন্দ্র বর্মন ঘরে তার মামার সঙ্গে খেলা করার সময় হঠাৎ রুমের সিলিং ফ্যানটি নিচে পড়ে যায়। তাৎক্ষণিক পবিত্র চন্দ্র বর্মন ও তার মামা রুম থেকে বেরিয়ে আসে। মনারানী সেই ফ্যান সরাতে গেলে বৈদ্যুতিক তারে জড়িয়ে যান। এ সময় মাকে বাঁচানোর জন্য ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে পবিত্র চন্দ্র বর্মন নিজে বৈদ্যুতিক তারে জড়িয়ে যায়। এতে মা বেঁচে গেলেও ঘটনাস্থলেই পবিত্র চন্দ্র বর্মনের মৃত্যু হয়।