রোদ বৃষ্টির সঙ্গে কাটতে পারে দিন

0
85

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দেশের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সারাদেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দেশের আকাশ মেঘলা থাকবে।সেই সঙ্গে দিনের কিছু সময় রোদের দেখা মিলতেও পারে।

শনিবার (৪ সেপ্টেম্বর) আবহাওয়া অফিস এ তথ্য জানিয়েছে।

আবহাওয়া অফিসের মতে, সারাদেশে বৃষ্টিপাত কিছুটা কম হতে পারে। ঢাকার আকাশ মেঘলা থাকবে সেই সঙ্গে রোদের দেখা মিলতেও পারে।তবে দিনের কিছু সময় কিছু জায়গায় সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর বেশ সক্রিয় এবং বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, বরিশাল, রাজশাহী, খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ময়মনসিংহ ,চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ঢাকায় ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।