দেশজুড়ে

খুলনা জেলা কারাগারে হেফাজত নেতা মামুনুল হক

খুলনা: হেফাজতে ইসলামের নেতা মামুনুল হককে খুলনা জেলা কারাগারে আনা হয়েছে। ৩ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪ টার দিকে তিনি খুলনায় পৌঁছেছেন। খুলনা জেলা কারাগারের জেল সুপার মো. ওমর ফারুক উক্ত তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

তিনি গণমাধ্যমকে বলেন, খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার একটি মামলায় খুলনা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে ৫ সেপ্টেম্বর হাজিরা দেওয়ার জন্য মামুনুল হককে খুলনা জেলা কারাগারে আনা হয়েছে।

এর আগে শুক্রবার সকাল পৌনে ৯ টার দিকে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে তাকে নিয়ে খুলনার উদ্দেশ্যে পুলিশ পাহারায় রওনা দেওয়া হয়।

মাওলানা মামুনুল হককে খুলনায় পাঠানোর বিষয়টি গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার দেলোয়ার পারভেজও নিশ্চিত করেছেন ।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button