দেশজুড়ে

মৌলভীবাজারে  উদ্বোধন হলো সোতোকান কারাতে স্কুল বড়কাপন শাখার

কে এস এম আরিফুল ইসলাম, মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার সো‌তোকান কারাতে স্কুলের আয়োজনে ও বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সাবিক সহযোগিতায় মৌলভীবাজার সোতোকান কারাতে স্কুল বড়কাপন শাখার শুভ উদ্বোধন এবং ছাত্র-ছাত্রীরা কারাতের বিভিন্ন কলাকৌশল প্রর্দশন করেন।

শুক্রবার (৩ সে‌প্টেম্বর) বিকালে মৌলভীবাজার পৌরসভার ৯নং ওয়ার্ডের বড়কাপন এলাকায় কাউ‌ন্সিলরের বাসভব‌নে শিক্ষানবিশ আইনজি‌বি জগদীশ দাস তালুকদার এর সঞ্চালনায় এবং প্রতিষ্টাতা ও প্রধান প্রশিক্ষক সেনসি মোহাম্মদ ইমরানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদার তে‌রেসা গো‌ল্ডেন ত্র‌্যাওয়ার্ড প্রাপ্ত মৌলভীবাজার পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ মাসুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ সে‌লিম হক,
বি‌শেষ অ‌তি‌থি বাংলা‌দেশ রেড ক্রিসেন্ট সোসাই‌টি, মৌলভীবাজার ইউ‌নিটের কার্যনিবাহী কমিটির সদস‌্য মো: আলাল খান সহ সাংবাদিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ, অ‌বিভ‌াবক, মৌলভীবাজার সোতোকান কারা‌তে স্কু‌লের বি‌ভিন্ন শাখার ছাত্র-ছাত্রী ও সামাজিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button