চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২’শ ৯৭ গ্রাম হেরোইন উদ্ধার


ফেরদৌস সিহানুক শান্ত, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে ৫৯ বিজিবি’র সদস্যরা অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫ লক্ষ ৯৪ হাজার টাকার ২’শ ৯৭ গ্রাম হেরোইন উদ্ধার করে।
গতকাল বৃহস্পতিবার রাতে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নলডুবি এলাকায় এ অভিযান চালায় বিজিবি সদস্যরা। ৫৯ বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা জানান, নায়েব সুবেদার রেনু মিয়ার নেতৃত্বে চকপাড়া বিওপির একটি টহল দল গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সীমান্ত পিলার ১৮৪/১-এস হতে আনুমানিক ২’শ গজ বাংলাদেশের অভ্যন্তরে নলডুবি কলা বাগানে নামক স্থানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২’শ ৯৭ গ্রাম হেরোইন উদ্ধার করে।
যার আনুমানিক মূল্য ৫ লক্ষ ৯৪ হাজার টাকা। তিনি আরো জানান, সীমান্তে মাদক চোরাচালান রোধে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে।