দেশজুড়ে

রাণীশংকৈলে অটোমোবাইল ওয়ার্কসপ মালিক সমিতির অভিষেক অনুষ্ঠান

সফিকুল ইসলাম শিল্পী , রাণীশংকৈল( ঠাকুরগাও) প্রতিনিধিঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈল পৌর শহরের চাঁদনী মার্কেটে ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত আট টায় বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কসপ মালিক সমিতির রাণীশংকৈল ও হরিপুর উপজেলার উপদেষ্টা মন্ডলির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ

তে উপদেষ্টা মন্ডলীর সদস্য উপজেলা আ”লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ, কেন্দ্রিয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা এম এ এস রবিউল ইসলাম সবুজ, আ’ লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আহম্মদ হোসেন বিপ্লব, হরিপুর উপজেলার ভাইস চেয়ারম্যানের প্রতিনিধি জেলা কমিটি কৃষি পণ্য বিষয়ক সম্পাদক আনিসুরজ্জামান শান্ত, প্রোপ্রাইটর আশা স্টীল এনামুল হক, অটোমোবাইল ওয়ার্কসপ সমিতির সভাপতি শ্রী অমল সরকার, সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ, প্রেসক্লাব প্রতিষ্টাতা সভাপতি আনোয়ারুল ইসলাম।

এছাড়াও সমিতির অন্যান্য নেতাকর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আ’ লীগ যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার বিপ্লব।

অনুষ্ঠানে অতিথিরা সংগঠনের সভাপতি – সম্পাদকসহ অন্যান্য সম্পাদক ও সদস্যদের ফুলের তোরা দিয়ে বরণ করে নেন এবং সংগঠনটির সফলতা কামনা করেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button