আন্তর্জাতিক

নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা

নিউ ইয়র্ক গভর্ণর ক্যাথি হোচুল ঘূর্ণিঝড় আইদার কারণে বৃহস্পতিবার জরুরি অবস্থা ঘোষণা করেছেন। নিউ ইয়র্ক সিটি এবং যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলীয় এলাকাজুড়ে আইদার কারনে ব্যাপক বন্যা দেখা দেয়ায় এ জরুরি অবস্থা জারি করা হয়।

টুইটারে হোচুল বলেন, ‘ঝড়ে ক্ষতিগ্রস্ত নিউ ইয়র্কবাসীকে সহায়তার জন্য আমি জরুরি অবস্থা ঘোষণা করছি।’

উল্লেখ্য, স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য লুইজিয়ানায় আঘাত হানে ঘূর্ণিঝড় আইদা। ঝড়টি ক্যাটাগরি ফোর হিসেবে নিউ অরলিন্সের এক’শ মাইল দক্ষিণে লুইজিয়ানা উপকূলের ফোর্ট ফরচুনে ঘণ্টায় ১১০ মাইল বেগে আঘাত হানে।

ঝড়টি পরে উত্তরদিকে বয়ে যায় এবং এর প্রভাবে টর্নেডো ও ব্যাপক বন্যা দেখা দেয়।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button