ধামরাইয়ে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
রনজিত কুমার পাল (বাবু), ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ের ঐতিহ্যবাহী লাকুরিয়া পাড়া তরুন সংঘের আয়োজনে ধামরাই পৌরসভার ঐতিহাসিক শ্রীশ্রী যশোমাধব দেবের যাত্রাবাড়ীর মেলাঙ্গনের মাঠে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর শুভ উদ্বোধন করেন ধামরাই পৌর আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা ।
বুধবার (১ সেপ্টেম্বর -২০২১ খ্রীস্টাব্দ) বিকেলে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ ফুটবল টুর্নামেন্ট -২০২১ এর শুভ উদ্বোধন করেন।
এ’সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ধামরাইয়ের বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব শফিক আনোয়ার গুলশান, ধামরাই পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-(১) মোঃ মোকছেদ আলী ,ধামরাই পৌর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শ্রী দুলাল চন্দ্র সরকার,
ধামরাই পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক মোঃ কামরুজ্জামান রঞ্জু,ধামরাই উপজেলা আওয়ামী যুবলীগ নেতা মোঃ হাফিজুর রহমান হাফিজ, ধামরাই উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক ও উপজেলা আওয়ামী যুবলীগ নেতা সারোয়ার মাহমুদ তুষার,ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজ শাখার ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রাফিজুল ইসলাম রায়হান প্রমূখ।