আন্তর্জাতিক

পাঞ্জশিরে হামলা চালিয়েছে তালেবান

আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরে পাঞ্জশির উপত্যকায় সোমবার রাতে হামলা চালিয়েছে তালেবান বাহিনী। ওই হামলায় তালেবানের সাত সদস্য নিহত হয়েছে। মঙ্গলবার এমনটাই দাবি করেছে তালেবান বিরোধী প্রধান বিরোধী গ্রুপের দুজন সদস্য। খবর রয়টার্সের।

গত ১৫ আগস্ট কাবুলের পতন হলেও তালেবানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে একমাত্র পাঞ্জশির। তবে প্রতিবেশী বাগলান প্রদেশেও তালেবান এবং স্থানীয় মিলিশিয়া বাহিনীর মধ্যে লড়াইয়ের খবর পাওয়া গেছে।

পাঞ্জশিরের স্থানীয় নেতা আহমাদ মাসুদের প্রতি বিশ্বস্ত একটি গ্রুপ দ্য ন্যাশনাল রেজিসট্যান্স ফোর্সের (এনআরএফ) একজন মুখপাত্র ফাহিম দাশতি বলেছেন, উপত্যকা পশ্চিমাঞ্চলীয় প্রবেশমুখে এই লড়াই সংঘটিত হয়েছে। সেখানে এনআরএফ’র অবস্থানে হামলা চালায় তালেবান।

তিনি বলেন, ওই হামলায় তালেবানের আটজন যোদ্ধা নিহত হয়। আহত হয় আরও আটজন। এসময় এনআরএফ’র দুজন যোদ্ধাও আহত হয়েছে। পরে এ নিয়ে টুইট করেন নির্বাসিত প্রেসিডেন্ট আশরাফ গনি সরকারের একজন মন্ত্রী বিসমিল্লাহ মোহাম্মাদী।

তিনি বলেন, গতরাতে (সোমবার) তালেবানরা পাঞ্জশিরে হামলা চালায়। কিন্তু তারা পরাজিত হয়। তাদের সাতজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। ব্যাপক হতাহতের পর তারা পালিয়ে যায়। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও তালেবান মুখপাত্রের মতামত পাওয়া সম্ভব হয়নি।

সাবেক সোভিয়েত বিরোধী মুজাহিদীন কমান্ডার আহমাদ শাহ মাসুদের ছেলে মাসুদ পাঞ্জশির উপত্যকায় কয়েক হাজার সৈন্যের নেতৃত্ব দিচ্ছেন। তারা এই বাহিনীতে স্থানীয় মিলিশিয়া এবং আফগান সেনাবাহিনীর কিছু সদস্য এবং স্পেশাল ফোর্সেস ইউনিটের সদস্য রয়েছে।

তিনি তালেবানের সঙ্গে সমঝোতার প্রস্তাব দিয়েছেন। তবে তাদের প্রদেশ হামলার শিকার হলে প্রতিরোধ করা হবে বলেও সতর্ক করে দিয়েছিলেন তিনি। তালেবান যোদ্ধাদের একটি উল্লেখযোগ্য অংশ ওই এলাকায় গিয়েছে। তবে এ যাবতকাল উভয়পক্ষ লড়াইয়ে না জড়িয়ে আলোচনা চালিয়ে যাচ্ছিল।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button