আন্তর্জাতিক

কাবুলে বন্ধ দূতাবাসগুলো খুলতে তালেবানের আহ্বান

আফগানিস্তানে দীর্ঘ ২০ বছরের আধিপত্যের অবসানে সেনা প্রত্যাহার করেছে আমেরিকা। সোমবার (৩০ আগস্ট) যুক্তরাষ্ট্রের শেষ ফ্লাইটে কাবুল বিমানবন্দর ছাড়ার পর আফগানিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয় তালেবান। গত দুই দশকে আফগানিস্তানের কাবুলের দূতাবাসগুলো ফের খোলার জন্য আহ্বান জানিয়েছে তালেবান।

মঙ্গলবার (৩১ আগস্ট) আফগানিস্তানের গণমাধ্যম তোলো নিউজ-এর এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।

গত দুই দশকে কাবুলে বিশ্বের প্রায় ৩৬টি দেশ দূতাবাস খোলে। বিপরীতে এসব দেশগুলোয় ৭১টি দূতাবাস ও কনস্যুলেট খোলে আফগানিস্তান।

বিশ্বের বিভিন্ন দেশের প্রতি তালেবান আহ্বান জানিয়েছে, তারা যেন দ্রুত কাবুলে বন্ধ হওয়া দূতাবাস ফের খোলে। যুক্তরাষ্ট্রের প্রতি অনুরোধ জানিয়েছে, আফগানিস্তানের সঙ্গে তারা যেন কূটনৈতিক সম্পর্ক ফের চালু করে।

তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, আশা করছি যুক্তরাষ্ট্র কাবুলে তাদের কূটনৈতিক মিশন ফের চালু করবে। কাবুলে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক উপস্থিতি থাকা উচিত। তাদের সঙ্গে আমরা বাণিজ্যিক সম্পর্ক রাখতে চাই।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button