আন্তর্জাতিক
মার্কিন সেনাদের উপস্থিতি দীর্ঘস্থায়ী হবে না: পাকিস্তান


পাকিস্তানে যে সকল মার্কিন সেনা সদস্য আশ্রয় নিয়েছেন তাদের উপস্থিতি দীর্ঘস্থায়ী হবে না। দেশটিতে মার্কিনী সেনাদের অবস্থান নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর এ কথা জানান পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশীদ আহমাদ। মঙ্গলবার (৩১ আগস্ট) সাংবাদিকদের এ কথা বলেন পাকিস্তানের তিনি।
আফগানিস্তানে দীর্ঘ ২০ বছরের আধিপত্যের অবসানের পর যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার করার সময় কিছু সেনা সদস্য পাকিস্তানে আশ্রয় নিয়েছে। বিষয়টি নিয়ে জল্পনা ছড়ায় যে, পাকিস্তানে মার্কিনি সেনারা দীর্ঘ সময় অবস্থান করবে।
বিষয়টি নিয়ে শেখ রশীদ আহমাদ বলেছেন, মার্কিন সেনারা সীমিত সময়ের জন্য অবস্থান করবে পাকিস্তানে। তাদের জন্য তিন সপ্তাহ থেকে এক মাস মেয়াদে ট্রানজিট ভিসা ইস্যু করা হয়েছে। সূত্র : পার্সটুডে