দেশজুড়ে

উল্লাপাড়ায় হোটেল কর্মচারীর লাশ উদ্ধার

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ মঙ্গলবার বেলা ১১টার দিকে উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি পরিত্যক্ত বাড়ি থেকে সাইদুর রহমান (৪৫) নামের এক হোটেল কর্মচারীর লাশ উদ্ধার করেছে সলংগা থানা পুলিশ। সাইদুর রহমান রাজশাহীর বাঘমারা উপজেলার সাইপার গ্রামের মৃত রমজান আলীর ছেলে। তিনি উপজেলার হাটিকুমরুলের সাতটিকরি তালতলা মান্নান হোটেলে কর্মচারী হিসেবে কাজ করতেন।

সলংগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে মঙ্গলবার উপজেলার হাটিকুমরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে হাসান আমিনের পরিত্যক্ত বাড়ি থেকে সাইদুর রহমানের মৃতদেহ উদ্ধার করা হয়। লাশের শরীরে কোন ধরনের আঘাতের চিহ্ন নেই। পুলিশের ধারনা অতিরিক্ত মাদক পানে সাইদুর রহমানের মৃত্যু হতে পারে।

ময়নাতদন্তের জন্য পুলিশ সাইদুরের লাশ সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ওসি আরো জানান, মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button