চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ভারতীয় পাতার বিড়িসহ ১জন আটক
ফেরদৌস সিহানুক শান্ত, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জেকে পোলাডাঙ্গা সীমান্তে ৫৯ বিজিবি’র সদস্যরা অভিযান চালিয়ে ৪ লক্ষ ১২ হাজার ৮’শ পিস পাতার বিড়িসহ ভটভটি চালক মোঃ আব্দুর রহিম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে।
সোমবার ভোর রাতে ভোলাহাট উপজেলার জামতলা বাজার এলাকায় এ অভিযান চালায় বিজিবি সদস্যরা। আটককৃত আব্দুর রহিম হচ্ছে, জেলার ভোলাহাট উপজেলার দলদলি ইউনিয়নের চামা মুসরিভুজা গ্রামের মোঃ রেজাউল করিমের ছেলে। ৫৯ বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা জানান, জেকে পোলাডাংগা বিওপির সুবেদার মোঃ আজিজুল হকের নেতৃত্বে টহল দল জেকে পোলাডাংগা বিওপির সীমান্ত পিলার ২০২ মেইন হতে আনুমানিক ২ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে জামতলা বাজারে আজ সোমবার ভোর রাত সাড়ে ৪ টার দিকে ভটভটিতে অভিযান চালিয়ে ভারতীয় পাতার বিড়িসহ চালককে আটক করে।
তবে, মূল মালিককে আটক করতে পারেনি। তিনি আরো জানান, সীমান্তে মাদক চোরাচালান রোধে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে।