ইয়েমেনে হুথি বিদ্রোহীদের হামলায় নিহত ৩০, আহত ৬০

0
98

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের একটি ঘাঁটিতে হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। এতে অন্তত ৩০ জন নিহত এবং ৬০ জন আহত হয়েছেন। রবিবার (২৯ আগস্ট) এখবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনি দক্ষিণ বাহিনীর মুখপাত্র মোহাম্মদ আল-নাকিব বলেছেন, ৩০ থেকে ৪০ জনের মধ্যে সৈন্য নিহত এবং কমপক্ষে ৬০ জন আহত হয়েছে।

দুটি মেডিকেল সূত্র জানিয়েছে, লাহজ প্রদেশের প্রধান হাসপাতালে আরও ১৬ জন আহত ব্যক্তির সাথে বেশ কয়েকটি লাশ এসেছে। হতাহতদের মধ্যে বেসামরিক লোক আছে কিনা তা স্পষ্ট নয়। বাসিন্দারা জানিয়েছেন, আল-আনাদ এলাকায় বেশ কয়েকটি জোরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে