মুন্সীগঞ্জের শীর্ষ মাদক ব্যবসায়ী ও এক ডজন মামলার আসামী আটক
আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের মিরকাদীমের মাদক সম্রাট এক ডজন মামলার সাজাপ্রাপ্ত আসামি নাসির মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৯ শে আগষ্ট ) ভোর সকালে তাকে আটক করা হয়।
তথ্য সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার নৈদিঘির পাথরের নিজ বাড়ি থেকে রবিবার ভোর সকালে নাসিরকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে হাতিমারা তদন্ত কেন্দ্রের এসআই আমিনুর রহমান জানান, ২০১৭ সালে একটি মাদকের মামলায় নৈদিঘির পাথরের জানে শরীফ জানু মিয়ার ছেলে নাসির মিয়াকে আদালত ১ বছর ৬ মাসের সশ্রম কারাদÐ এবং ১ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। রবিবার ভোর ৫ টার দিকে নাসির মিয়াকে তার নিজ বাড়ি নৈদিঘির পাথর গ্রেফতার করা হয়। দুপুরে নাসিরকে আদালতের মাধ্যমে মুন্সীগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, আটক নাসিরের বিরুদ্ধে ১২ টি মাদকের মামলা রয়েছে। সে জেলার অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে এক ডজন মামলা রয়েছে। মাদক সম্রাট নাসির মিরকাদিম পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর লিটনের সম্বন্ধী।