ঈশ্বরদীতে বাংলাদেশ রেলওয়ের জিআইবিআর পাকশী রেলওয়ে হাসপাতাল পরিদর্শন
মামুুনুর রহমান, পাবনা: রবিবার সকালে বাংলাদেশ রেলওয়ের ইনস্পেক্টর জেনারেল (জিআইবিআর) অসীম কুমার তালুকদার পাকশী রেলওয়ে হাসপাতাল পরিদর্শন করেছেন। পাকশী রেলওয়ে হাসপাতালে শুদ্ধাচার সিষ্টেম চালুর লক্ষ্যে তিনি পরিদর্শনে আসেন।
পরিদর্শনে এসে তিনি হাসপাতালে মত বিনিময় সভায় অংশ নেন। মত বিনিময় সভায় পাকশী বিভাগীয় মেডিক্যাল অফিসার (ডিএমও) শাকিল আহমেদের সভাপতিত্বে জিআইবিআর অসীম কুমার তালুকদার,পশ্চিামাঞ্চল রেলওয়ের প্রধান মেডিক্যাল অফিসার (সিএমও) ডাঃ এসকে রায়, পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) মোঃ শাহিদুল ইসলাম, পাকশী বিভাগীয় প্রকৌশলী/২ আব্দুর রহিম, পাকশী বিভাগীয় বৈদ্যুতিক কর্মকর্তা(ডিইই) রিফাত শাকিল, নিরাপত্তা বাহিনী পাকশী বিভাগের কমান্ডেন্ট মোরশেদ আলম, সহকারী কমান্ডেন্ট আবুহেনা মোস্তফাসহ অন্যান্য চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় শুদ্ধাচার সিষ্টেম নিয়ে আলোচনা শেষে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে রোগীদের খোঁজ খবর নেন। এর আগে পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) মোঃ শাহিদুল ইসলাম রেলওয়ের নিয়মিত রোগী ও করোনা রোগীদের চিকিৎসার বিষয়ে বিস্তারিত কথা বলেন।