অর্থনীতি

বৃটিশ বিনিয়োগ আকর্ষনে সেবাখাত হতে পারে উদীয়মান ক্ষেত্র; ডিসিসিআই ডায়ালগে বক্তারা

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘বাংলাদেশ-যুক্তরাজ্য বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা: প্রেক্ষিত সেবা খাত’ শীর্ষক ভাচুর্য়াল ডায়ালগ ২৯ আগস্ট, ২০২১ তারিখে অনুষ্ঠিত হয়, যেখানে বাংলাদেশে নিযুক্ত বৃটিশ হাইকমিশনার মান্যবর রবার্ট চ্যাটারটন ডিকসন প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

ডায়ালগের স্বাগত বক্তব্যে ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমান বলেন, বর্তমানে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ৪.২ বিলিয়ন মার্কিন ডলার এবং ২০২০-২১ অর্থবছরে যুক্তরাজ্যে বাংলাদেশের রপ্তানির পরিমাণ ছিল ৩.৭৫১ বিলিয়ন, যা বিগত অর্থবছরের চেয়ে ৮.৬৩% বৃদ্ধি পেয়েছে। তিনি উল্লেখ করেন, ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশে মোট বৈদেশিক বিনিয়োগের পরিমাণ ছিল ২.৩৭০ বিলিয়ন মার্কিন ডলার, এর মধ্যে ৬.৫% এসেছে সেবা খাতে। ঢাকা চেম্বারের সভাপতি বলেন, ব্রেক্সিট যুক্তরাজ্যের জন্য বিনিয়োগে নতুন সম্ভাবনা উন্মোচন করেছে এবং আশা করেন, বাংলাদেশের সেবাখাতসহ ব্যাংকিং, জ¦ালানী, অবকাঠামো, কেমিক্যাল, পর্যটন, মানবসম্পদের দক্ষতা উন্নয়ন প্রভৃতি খাতে বৃটিশ উদ্যোক্তারা আরো বেশি হারে বিনিয়োগে এগিয়ে আসবেন। ডিসিসিআই সভাপতি বাংলাদেশ ও বৃটেনের মধ্যকার মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর না হওয়া পর্যন্ত ব্রেক্সিট পরবর্তী সময়েও বাংলাদেশী পণ্য রপ্তানিতে জিএসপি সুবিধা বহাল রাখার প্রস্তাব করেন।

প্রধান অতিথি’র বক্তব্যে বৃটিশ হাইকমিশনার মান্যবর রবার্ট চ্যাটারটন ডিকসন বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে ‘ব্যবসা পরিচালনা সূচক’-এ বাংলাদেশের অবস্থান উন্নয়ন করতে হবে এবং এজন্য সরকার ও বেসরকারীখাত কে একযোগে কাজ করতে পারে। পাশাপাশি তিনি সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিতকরণে জোরারোপ করেন। হাইকমিশনার জানান, তথ্য-প্রযুক্তি খাতে বাংলাদেশের স্টার্টআপদের জন্য বৃটিশ ভেঞ্চার ক্যাপিটালিষ্টদের বিনিয়োগ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং এলক্ষ্যে বাংলাদেশস্থ বৃটিশ দূতাবাস কাজ করছে। তিনি জানান, যুক্তরাজ্য বাংলাদেশে ২য় বৃহত্তম বিনিয়োগকারী দেশ এবং আশা প্রকাশ করেন, সামনের দিনগুলোতে বাংলাদেশের সেবাখাতসমূহ বিশেষকরে ব্যাংকিং, স্বাস্থ্য, তথ্য-প্রযুক্তি এবং শিক্ষা খাতে বৃটিশ বিনিয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে। করোনা মহামারী পরবর্তী সময়ে বাংলাদেশের অর্থনীতির গতিধারা অব্যাহত রাখতে বেসরকারী বিনিয়োগ আরো বৃদ্ধি করতে হবে বলে রবার্ট চ্যাটারটন ডিকসন মত প্রকাশ করেন।

নির্ধারিত আলোচনায় বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটি-এর ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ বলেন, ইতোমধ্যে সারাদেশে ৮টি আইটি পার্ক বিনিয়োগের জন্য প্রস্তুত করা হয়েছে এবং চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আরো ৪টির কাজ সম্পন্ন হবে। তিনি জানান. বাংলাদেশের হাইটেক পার্কসমূহে ইতোমধ্যে ১৬০টি দেশি-বিদেশি কোম্পানী বিনিয়োগ করেছে, যেখানে ২১ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি আরো জানান, দেশে প্রতিবছর ৩.৫ কোটি স্মার্ট নতুন মোবাইল ফোনের চাহিদা রয়েছে এবং স্থানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো প্রায় ৭৫ লক্ষ হ্যান্ডসেট উৎপাদন করে থাকে।

বেসিস-এর সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, তথ্য-প্রযুক্তি খাতে বাংলাদেশের রপ্তানির পরিমাণ ১.৩ বিলিয়ন, যুক্তরাজ্যে মোট রপ্তানির ১৩%। বর্তমানে বাংলাদেশে বিশে^র ৮০টি দেশে নিজেদের উৎপাদিত তথ্য-প্রযুক্তি, সফটওয়্যার রপ্তানি করছে। স্থানীয় বাজারের পরিমাণ ১.৪ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশ প্রতিবছর ২২ হাজারের বেশি আইটি ইঞ্জিনিয়ার তৈরি করে থাকে এবং এ ধরনের মানবসম্পদ ব্যবহারের করে বৃটিশ উদ্যোক্তারা তথ্য-প্রযুক্তি খাতে বিনিয়োগ করতে পারে।

এসবিকে টেক ভেঞ্চারস-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সনিয়া বশির কবীর বলেন, সারা পৃথিবীতেই করোনা মহামারী তথ্য-প্রযুক্তিখাতের উন্নয়নকে বেগবান করেছে, এখাতের অবকাঠামো নির্মাণে বাংলাদেশ বেশ অগ্রগতি সাধিত হয়েছে এবং আশা প্রকাশ করেন বৃটিশ উদ্যোক্তারা তথ্য-প্রযুক্তি খাতে বিনিয়োগে এগিয়ে আসবে। পাশাপাশি তিনি দীর্ঘমেয়াদী ঋণ সহায়তা প্রদান ও সহায়ক নীতিমালা প্রণয়নের আহŸান জানান।

এছাড়াও বাংলাদেশ সিমপ্রিন্টস টেকনোলোজি লিমিটেড-এর কান্ট্রি ডিরেক্টর মোঃ আসাদ-উর-রহমান নীল, জেনেক্স ইনফোসিস লিমিটেড’র কো-ফাউন্ডার ও ব্যবস্থাপনা পরিচালক আদনান ইমরান এবং এমএফ এশিয়া লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ফকির তানভীর আহমেদ প্রমুখ আলোচনায় অংশগ্রহণ করেন।

ডিসিসিআই ঊর্ধ্বতন সহ-সভাপতি এন কে এ মবিন, এফসিএস, এফসিএ ধন্যবাদ জ্ঞাপন করেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button