পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান

0
81

তৌকির আহাম্মেদ হাসু, সরিষাবাড়ী (জামালপুর)প্রতিনিধিঃ “বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদযাপনের অংশ হিসেবে সিনিয়র উপজেলা মৎস্য অফিসের আয়োজনে  রোববার (২৯ আগষ্ট) দুপুরে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনামাছ অবমুক্ত করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুতপা ভট্টাচার্য্য’র পরিচালনায প্রধান অতিথি হিসেবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি পোনামাছ অবমুক্ত করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কার্যালয়ের সহকারী মৎস্য অফিসার কামরুজ্জামান, অফিস কাম মুদ্রাক্ষরিক হাফিজুর রহমান প্রমুখ্ উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, মাছ হবে বাংলাদেশের দ্বিতীয় বৈদেশিক মুদ্রা অর্জনকারী সম্পদ।

জাতির পিতার এই স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় আজ তা বাস্তব রুপ নিয়েছে। মৎস্যখাত বর্তমান সরকারের একটি অন্যতম অগ্রাধিকার ভুক্ত খাত। বর্তমানে বাংলাদেশ মাছে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়েছে।