দেশজুড়ে

যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় ১’শ বাড়ি নদীগর্ভে

জাহাঙ্গীর আলম, কালিহাতী (টাঙ্গাইল) : উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে প্রমত্মা যমুনা নদীর পানি। পাশাপাশি বেড়েছে শাখা নদীগুলোর পানিও। এতে গত ২৪ ঘন্টায় প্রায় একশত বসতবাড়ী যমুনাগর্ভে বিলীন হয়ে গেছে। বিলীন হয়ে গেছে শত শত একর ফসলি জমি। বসতবাড়ী ঘর হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন নদী তীরবর্তী মানুষেরা। নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকায় নতুন নতুন জনপদ রয়েছে ভাঙ্গনের চরম হুমকির মুখে। নদী ভাঙনে ক্ষতিগ্রস্তরা মানবেতর জীবনযাপন করলেও সরকারি সাহায্য পাচ্ছেন না।

সরেজমিনে দেখা যায়, প্রমত্মা যমুনার সাথে যুদ্ধ করে জীবন যাপন করছিলেন নদী পাড়ের মানুষগুলো। যমুনার অব্যাহত ভাঙ্গণে পাল্টে গেছে সেখান দৃশ্যপট। যেখানে একসময় ছিল ফসলের মাঠ, বসতবাড়ি খেলার মাঠ, মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান। চার পাশে এখন শুধু পানি আর পানি। নদীর পাড় ভাঙ্গে বাড়ে যমুনার সীমানা। সেই সাথ বাড়ে সেখান কার মানুষের কান্না আর কষ্ট। যমুনা পাড়ের অসহায় মানুষের চোখের পানি আর নদীর পানি আজ একাকার। বিশেষ করে যমুনা অববাহিকায় কালিহাতীর আলীপুর ও ভৈরববাড়ীতে ৫০টি, (শাখা নদী লৌহজং) দশকিয়া ও হাতিয়া ৬৩টি এলাকায় প্রায় শতাধিক বসতবাড়ি নদীগর্ভে চলে গেছে। বসতভিটা হারিয়ে শুধুমাত্র গবাদিপশু অন্যত্র সরিয়ে নিতে ব্যস্ত।

স্থানীয়রা জানান, হবি মন্ডল, মোহাম্মদ আলী, ইউসুফ আলী, হাফিজুর রহমান, হানিফ মিয়া, ইদ্রিস আলী, লিয়াকত মন্ডল, জুলহাস মন্ডলসহ প্রায় শতাধিক মানুষের বাড়ীঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

ভূক্তভোগী ইদ্রিস আলী বলেন, ১৪ পুরুষের ভিটেমাটি গিলে খাচ্ছে রাক্ষুসী যমুনা। নিমিশেই সব কেড়ে নিল। আমরা সর্বশান্ত হয়ে গেছি।

শিক্ষক আল মামুন বলেন, বন্যা ও বৃষ্টিতে ভাঙ্গণ বৃদ্ধি পেয়েছে। গত শনিবার দুপুর থেকে শনিবার সকাল ১০ টা পর্যন্ত আলীপুর ও ভৈরববাড়ীতে ৬০টি বাড়িঘর নদীতে চলে গেছে। এর মধ্যেই শুধু একটি ঘরানো সম্ভব হয়েছে। আর কোন ঘর রক্ষা করা যায়নি। এবারের বন্যায় প্রায় ৩ থেকে সাড়ে ৩’শ বাড়িঘর নদীতে চলে গেছে। অতি দ্রæত স্থায়ী বাঁধ নির্মাণ হলে ভবিষ্যতে স্কুল, মাদ্রাসাসহ শিক্ষা প্রতিষ্ঠান বাঁচানো সম্ভব হবে।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের উপসহকারি প্রকৌশলী মো. সোলায়মান ভূইয়া জানান, ভাঙ্গন রোধে সাময়িক ইমার্জেন্সি কাজ চলছে। তবে এটা কোন স্থায়ী সমাধান না। ভাঙ্গন রোধ ঠেকাতে স্থায়ী বাঁধ নির্মানের বিকল্প নেই বলেও তিনি জানান।

কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা বলেন, ভৈরববাড়ীতে ৩৩টি, যমুনার শাখানদী লৌহজং অংশের দশকিয়ায় ৩১ টি এবং হাতিয়ায় ৩২ বাড়ি বাড়ীঘর নদীগর্ভে চলে যাওয়ার খবর শুনেছি। বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে অবগত করা হয়েছে। আগামীকাল ভাঙ্গণ এলাকা পরিদর্শণে যাব। জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী আগামীকাল, ক্ষতিগ্রস্থদের প্রাথমিক সহায়তা হিসেবে ৫ হাজার করে টাকা দেয়া হবে। ক্ষতিগ্রস্থদের তালিকা করে যারা বসতভিটা হারিয়েছে তাদের জন্য টিন এবং বাসযোগ্য জায়গার ব্যবস্থা করা হবে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button