জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ

0
86

এস এম মাসুদ রানা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ ২৯( ই আগস্ট রবিবার সকাল ১১ টায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে বিরামপুর উপজেলা মৎস্য অফিসার কার্যালয়ের থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

বিরামপুর শান্তিনগর সরকারি পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে কর্মসূচি শুরু হয়। মাছের পোনা অবমুক্ত করেন, বিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু। মাছ চাষীদের মাঝে শ্রেষ্ঠ মাছ চাষী শাহিনুর রহমান শাহীন কে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ সমমনা স্মারক প্রদান করা হয়। মাছ চাষী শাহিনুর রহমান শাহিন কে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ সমমনা স্মারক তুলে দেন, মৎস্য কর্মকর্তা কাউসার হোসেন।

উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু বলেন, আমিষের অভাব পূরণে মাছ চাষের কোন বিকল্প নেই মাছ চাষ বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, মাছ চাষ একটি লাভজনক তাই মাছ চাষ করে অনেকে বেকারত্ব দূর করেছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার পরিমল কুমার সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু,, খামার ব্যবস্থাপক প্রফুল্ল চন্দ্র রায় মৎস্য কর্মকর্তা কাওসার হোসেন কৃষি কর্মকর্তা চন্দ্র রায়, মাছচাষি এলিন এলিন তারেক, ভয়েস চৌধুরী, অধীর চন্দ্র রায় এছাড়াও এলাকার এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।