মুন্সীগঞ্জের সিরাজদিখাননে আলু নিয়ে দুশ্চিন্তায় কৃষক ও হিমাগার মালিক
জাহাঙ্গীর চমক: ভালো দাম পাওয়ার আশায় হিমাগারে আলু রেখে এখন বিপাকে পড়েছেন সিরাজদিখানের আলু ব্যবসায়ী,আলু চাষি এবং হিমাগার মালিকগন । বাজারে দাম ও চাহিদা না থাকায় তাদের লোকসান গুনতে হচ্ছে। বিক্রি করতে না পারায় হিমাগারে পড়ে আছে তাদের হাজার হাজার বস্তা আলু। এতে প্রতিদিনই হিমাগার ভাড়া বাড়ছে। এদিকে, আলু সংরক্ষণের ভাড়া এবং কৃষক-ব্যবসায়ীকে দেওয়া ঋণ আদায় করতে না পেরে বিপাকে পড়েছেন হিমাগারের মালিকরা।
সিরাজদিখানের আলু চাষীরা গত মৌসুমে সারা দেশের মতো সিরাজদিখানে বিপুল পরিমাণ আলুর চাষ করে। বিগত বছরে আলুর ভালো দাম থাকায় চাষিরা আলু চাষে ঝুঁকে পড়েন। শুধু চাষিরা নন, ব্যবসায়ীরাও বাণিজ্যিক ভিত্তিতে আলুর চাষ করেন এবং লাভের আশায় উপজেলার ১০ টি হিমাগারে আলু রাখেন ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলায় এবার ৯ হাজার ৩শ ৫০ হোক্টর জমিতে আলু চাষ করা হয়েছে এবং আলু উৎপাদন হয়েছে ৩ লক্ষ মে. টন । বর্তমানে বাজারে বিক্রির জন্য ১৪ লক্ষ বস্তা (৭০ হাজার মে. টন )আলু হিমাগারে মজুদ রয়েছে। হিমাগারের খরচসহ প্রতি বস্তা আলুর খরচ পড়েছে ৮০০ থেকে ৮৫০ টাকা আর বর্তমান বাজার মূল্য প্রতি বস্তা ৫০০ থেকে ৫৫০ টাকা । প্রতি বস্তায় লোকসনা হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকা । আগামী তিন মাসে অর্থাৎ নতুন আলু ওঠার আগে আলু বিক্রি করতে না পারে তাহলে হিমাগারেই থেকে যাবে আলু এবং লোকসান হবে প্রায় ৫০ কোটি টাকা । এভাবে চলতে থাকলে আগামীতে আলু চাষে আগ্রহ হারিয়ে ফেলবেন কৃষকরা। লোকসান ঠেকাতে আলু রফতানির দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা ।
নাহার কোল্ড ষ্টোরের এমডি তরিকুল ইসলাম খান জানান, ‘বাজারে দাম ভালো না থাকায় চাষী ও ব্যবসায়ীদের পাশাপাশি লোকসান গুনতে হচ্ছে হিমাগার মালিকদের। বর্তমানে হিমাগারে থাকা হাজার হাজার বস্তা নিয়ে বিপাকে পড়েছেন তারা। আলু মজুদের সময় কোটি কোটি টাকা ঋণ দিয়েছেন চাষী ও ব্যবসায়ীদের। কৃষকের লোকসানের কথা ভেবে ঋণের সুদ মওকুফসহ বিভিন্নভাবে উৎসাহ দেওয়া হচ্ছে। কিন্তু তারপরেও আলু বিক্রিতে সাড়া পাচ্ছেন না ।’
লতব্দী ইউনিয়নের খিদিরপুর গ্রামে ব্যবসায়ী আশ্রাফ হোসেন ঝন্টু জানান,‘গত দু’বছার আলুর বাম্পাার ফলন এবং দাম বেশী পাওয়ায় লাভের মুখ দেখেছিলাম সেই হিসাব করে এ বছরও ঋণ নিয়ে হিমাগারে ১১ হাজার বস্তা আলু রেখেছিলাম,বর্তমানে বিক্রি করতে গেলে আমার প্রায় ৪০ লক্ষ টাকা লোকসান দিতে হয় । আমাদের মরণ ছাড়া উপায় নেই । ’
উপজেলা কৃষি কর্মকর্তা কল্যাণ কুমার সরকার জানান, ‘আলুর বাজারের বর্তমান যে অবস্থা সে বিষয়ে আমি আমার জেলা প্রশাসক মহোদয়কে জানিয়েছি তবে প্রথম দিকে আলুর দাম ভালো থাকায় কৃষকের আগ্রহ ভালো ছিলো। বর্তমানে আলুর দাম কম থাকায় হিমাগারের ভাড়া পরিশোধ করে কৃষকরা যে দাম পাচ্ছে তাতে তারা সন্তুষ্ট না।’