বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আন্দোলন পরিচালনা কমিটির চাকুরীর দাবীতে বিক্ষোভ মিছিল

0
75

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আন্দোলন পরিচালনা কমিটির তাপবিদ্যুৎ কেন্দ্রে চাকুরীর দাবীতে বিক্ষোভ।

রবিবার সকাল ১১ টায় তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকার সংগঠনের দলীয় কার্যালয় থেকে সংগঠনের সাধারণ সম্পাদক আবু সাঈদ ও সভাপতি মোঃ হাবিবুর রহমান এর নেতৃত্বে দেড় শতাধিক শ্রমিক নিয়ে চাকুরীর দাবীতে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল শেষে সকাল ১২ টায় সংগঠনের কার্যালয়ে চাকুরীর দাবীতে আলোচানা সভা করেন।

বিক্ষোভ মিছিল শেষে সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ বলেন, ২০১৭ইং সাল থেকে আমরা কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে চাকুরীর দাবীতে ন্যায় সংঙ্গত আন্দোলন করে আসছি। আমরা ১৫৩ জন শ্রমিকের মধ্যে ২০ জন শ্রমিককে তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ নিয়োগ দিলেও বাকি ১২৩ জন শ্রমিককে এখন পর্যন্ত নিয়োগ প্রদান করছেন না। আমরা ন্যায় সংঙ্গতভাবে ধারাবাহিক আন্দোন করে আসছি।

এই আন্দোলন এর মধ্যে দিয়ে বহুবার তাপবিদ্যুৎ কর্তৃপক্ষকে নিয়োগের দাবী জানিয়ে লিখিতভাবে বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছি। ২০১৮ ইং সালে সাবেক মন্ত্রী এবং প্রাথমিক ও গণ শিক্ষামন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি কে লিখিত অভিযোগ দিয়েছি, তারপরেও আমাদেরকে এখন পর্যন্ত সেই দাবী মেনে নেওয়া হচ্ছে না। বরং আমাদের শ্রমিকদের বিরুদ্ধে ৩ থেকে ৪টি মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে।

পরিতাপের বিষয় তাপবিদ্যুৎ কেন্দ্রে কতিপয় কর্মকর্তা বারবার কিছু শ্রমিককে নিয়োগ দিচ্ছে। এতে সংগঠনের দক্ষ শ্রমিক থাকলেও তাদেরকে নেওয়া হচ্ছে না। আমরা পরিবার পরিজন নিয়ে ২০১৭ থেকে বর্তমান পর্যন্ত কষ্টে জীবনযাপন করছি। আমরা আজকের বিক্ষোভের মধ্যদিয়ে দেশ নেত্রী মাননীয় প্রধান মন্ত্রীর নিকট আকুল আবেদন জানাচ্ছি যে, আমাদের শ্রমিকদেরকে তাপবিদ্যুৎ কেন্দ্রে নিয়োগ প্রক্রিয়া তৈরি করে শ্রমিক নিয়োগ দিতে আপনার হস্তক্ষেপ কামনা করছি।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের মোঃ মাজেদুল ইসলাম, মদন চন্দ্র পাল, মোঃ মোস্তাফিজুর রহমান, শ্রী বিধান চন্দ্র রায়, শেখ আজাদ, নুর আলম, আরিফুল ইসলাম মঞ্জুরুল ইসলাম, হাবিবুর রহমান, মাসুদুর রশিদ সহ সংগঠনের দুইশতাধিক শ্রমিক। এ সময় প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।