করোনা থেকে জীবন বাঁচানোর ওষুধের ‘সন্ধান’

0
115

ডেক্সামেথাসোন নামে একটি সস্তা এবং সহজলভ্য ওষুধ কভিড-১৯ রোগীদের জীবন বাঁচাতে পারে বলে ব্রিটিশ বিশেষজ্ঞরা জানিয়েছেন।বিবিসি জানায়, ডেক্সামেথাসোনের ব্যবহারকে মরণঘাতী ভাইরাসটির চিকিৎসায় বড় ধরনের অগ্রগতি হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

অন্যান্য রোগের ওষুধ নিয়ে করোনা চিকিৎসার সবচেয়ে বড় ট্রায়ালে পরীক্ষা করা দেখা হয় ডেক্সামেথাসোনের কার্যকারিতাও।ডেক্সামেথেসোন এক ধরণের কর্টিকোস্টেরয়েড ওষুধ। এটি রিউম্যাটিক সমস্যা, বেশ কয়েকটি চর্মরোগ, মারাত্মক অ্যালার্জি, হাঁপানি, দীর্ঘস্থায়ী ফুসফুস রোগ, মস্তিষ্কের ফোলা, যক্ষ্মাসহ অনেক রোগ ও শারীরিক সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয়।

ট্রায়ালে দেখা গেছে, ভেন্টিলেটরে থাকা করোনা আক্রান্তদের এক তৃতীয়াংশ রোগীর মৃত্যু রোধ করতে পারে এই ওষুধ এবং অক্সিজেন সাপোর্টে থাকা রোগীদের এক পঞ্চমাংশ মৃত্যু রোধ করতে সক্ষম।সস্তা ও বহুল ব্যবহৃত হওয়ার কারণে অনুন্নত দেশগুলোতে করোনা চিকিৎসায় ডেক্সামেথাসোন ব্যবহারে দারুণভাবে উপকৃত হবে বলে গবেষকেরা জানান।