বিরামপুরে দুই দিনব্যাপী ইভটিজিং, বাল্যবিবাহ, নারী নির্যাতন বিরোধী অভিহিত করণ কর্মশালা

0
118

এস এম মাসুদ রানা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ ২৯( ই আগস্ট) রবিবার সকাল ১০ টায় বিরামপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহি অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের মাধ্যমে দুই দিনব্যাপী বিরামপুর উপজেলার জনপ্রতিনিধি কাজী ইমাম পুরোহিত শিক্ষক ও সাংবাদিকদের সমন্বয়ে ইভটিজিং বাল্যবিবাহ নারী নির্যাতন বিরোধী অভিহিত করণ কর্মশালা ২০২১ অনুষ্ঠিত হয়।

এই কর্মশালায প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিরামপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, বিরামপুর থানা অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ আল মাহমুদ শোভন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মৎ আফসানা, এছাড়া আরও অনেকে উপস্থিত ছিলেন।