জাতীয়
কথাসাহিত্যিক বুলবুল চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট কথাসাহিত্যিক বুলবুল চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।
বুলবুল চৌধুরী ক্যানসারে আক্রান্ত হয়ে আজ সন্ধ্যায় রাজধানীর পুরান ঢাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি…রাজেউন)। বয়স হয়েছিল ৭৩ বছর।
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ ২০২১ সালে বুলবুল চৌধুরী একুশে পদক লাভ করেন। বাংলা একাডেমি পুরস্কার পান ২০১১ সালে। এছাড়া তিনি হুমায়ুন কাদির স্মৃতি পুরস্কার, জসীমউদদীন স্মৃতি পুরস্কার এবং ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার পেয়েছেন।
(সূত্র- বাসস)