মোহনপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

0
87

রিপন আলী, রাজশাহী ব্যুরোঃ রাজশাহীর মোহনপুর উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে “বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ২৮ আগষ্ট রোজ শনিবার সকাল ১১ টার সময় অফিস কক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিয়ম সভা অনুষ্ঠিত হয়।

২৮ আগষ্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত মৎস্য সপ্তাহের বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ।

উপস্থিত ছিলে সহকারী মৎস্য কর্মকর্তা তারিক মাসুম রেজা, ক্ষেত্র সহকারী ইয়াসিন আলী, তারিকুল হক,খলিলুর রহমান, মোহনপুর কেন্দ্রীয় প্রেস ক্লাবের সভাপতি রতন কুমার প্রাং, সাধারন সম্পাদক মুত্তাকিন আলম সোহেল, সাংগঠনিক সম্পাদক মোতাহারুল হাসান সুমন ও সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।