কুষ্টিয়ায় শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ করলেন এমপি হানিফ

0
93

কুষ্টিয়া প্রতিনিধিঃ বাড়ি থেকে তার শিক্ষা প্রতিষ্ঠান দূরে। হেঁটে বা ভ্যানে চড়ে স্কুলে যাতায়াত করতে হয় শিক্ষার্থীদের। এভাবে যাতায়াত করায় প্রায়ই দেরি হয়। শিক্ষকদের কাছে বকাও খেতে হয় তাদের। দরিদ্র পরিবারের হওয়ায় বেশ কিছু শিক্ষার্থীদের সাইকেলের স্বপ্ন পূরণ হয় না। বাবার পক্ষে সাইকেল কেনাও সম্ভব নয়।

এসব দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় মননশীল করতে, কুষ্টিয়া জেলা পরিষদের অর্থায়নে বাৎসরিক এডিবি তহবিল হতে ২০ জন ছাত্র-ছাত্রীর মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়।

শনিবার (২৮ আগস্ট) দুপুরে পিটিআই রোডস্থ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপির বাস ভবনের সামনে এমপি হানিফ সাইকেল বিতরণের শুভ উদ্ধোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজী রবিউল ইসলাম। তথ্য সূত্রে জানা যায়, কুষ্টিয়া জেলা পরিষদ সদস্য জান্নাতুল মাওয়া রনি মুজিব শতবর্ষ উপলক্ষে জেলার ২০ জন মেধাবী ছাত্র-ছাত্রীকে সাইকেল প্রদানের উদ্যোগ গ্রহন করেন।

এদিকে অথৈ নামের এক শিক্ষার্থী নতুন একটি বাইসাইকেল পেয়ে খুশি হয়েছে। নতুন বাইসাইকেল পেয়ে স্কুলে যাওয়ার তর সইছে না তার। শুধু অথৈ নয়, জেলার ২০ জন শিক্ষার্থী তাদের অনুভুতির কথা জানান।

সাইকেল বিতরণ কালে এমপি হানিফ বলেন, মেয়েরা বাইসাইকেল চালিয়ে স্কুলে গেলে তাদের আত্মবিশ্বাস বাড়ে। তাদের বিচরণক্ষেত্র অনেক বড় হয়। জানার পরিধিও বেড়ে যায়। এটাই নারীর ক্ষমতায়নের প্রথম ধাপ। এখন বাইসাইকেল চালিয়ে স্কুলে যাওয়ার মধ্যে মেয়েদের লজ্জা বা ভয়ের কিছু নেই। আগামীতে তাদের ভবিষ্যত উজ্জ্বল হোক।

এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জেবুন নেছা সবুজ প্রমূখ।