দেশজুড়ে
বদলগাছীর ছোট যমুনায় গোসল করতে নেমে কলেজ ছাত্র নিখোঁজ
হোসেন আলী, বদলগাছীঃ নওগাঁর বদলগাছীতে ছোট যমুনা নদীতে গোসল করতে নেমে আবু শাহাদত শাহী সরদার (১৮) নামে এক কলেজ ছাত্র নিখোঁজ হয়েছে বলে সূত্রে জানা গেছে।
নিখোঁজ শাহী উপজেলা সদরের সরদারপাড়া মহল্লার একরামুল হক বাবুল সরদারের ছেলে। সে ঢাকার বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র।
শাহীর বন্ধু ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (২৮ আগস্ট) বেলা ১১ টার দিকে সদর উপজেলার নতুন ব্রীজের দক্ষিণ পাশে রিভার সিটি পাকের্র নিচের মাঠে তার বন্ধুদের সাথে ফুটবল খেলতে যান। ফুটবল খেলা শেষে বেলা পৌনে ১ টার দিকে নদীতে গোসল করতে নামেন তারা। একপর্যায়ে শাহাদাত ডুবে যান। বন্ধুরা চেষ্টা করেও উদ্ধার করতে পারেননি তাকে।
খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।