জামালপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন

0
78

তৌকির আহাম্মেদ হাসু, জামালপুর প্রতিনিধি: বেশী বেশী মাছ চাষ করি,বেকারত্ব দুর করি এ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ ইং (২৮-আগষ্ট থেকে ০৩ সেপ্টেম্বর) পালন উপলক্ষে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন উপজেলা কমিটির সদস্য সচিব সুতপা ভট্রাচায্য সাংবাদিকদের উদ্দেশ্য মৎস্য সপ্তাহের কর্মসূচী সম্পর্কে আলোচনা ও সহযোগীতা কামনা করেন।

এ সময় সহকারী মৎস্য অফিসার কামরুজ্জান খান, অফিস সহকারী কামমুদ্রাক্ষরিক হাফিজুর রহমান সহ সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সহ সভাপতি মোহনা টিভি সরিষাবাড়ী প্রতিনিধি এ এইচ এস এহসান,সাধারণ সম্পাদক আমাদের সময় সরিষাবাড়ী প্রতিনিধি মো: আবুল হোসেন,যুগ্ম সম্পাদক তৌকির আহামেদ হাসু,নির্বাহী সদস্য দৈনিক খবর সরিষাবাড়ী প্রতিনিধি সোহেল রানা,সদস্য দৈনিক আমার সংবাদ সরিষাবাড়ী প্রতিনিধি রাইসুল ইসলাম বিভিন্ন সংগঠনের সাংবাদিকগন উপস্থিত ছিলেন।