দেশজুড়ে

জামালপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন

তৌকির আহাম্মেদ হাসু, জামালপুর প্রতিনিধি: বেশী বেশী মাছ চাষ করি,বেকারত্ব দুর করি এ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ ইং (২৮-আগষ্ট থেকে ০৩ সেপ্টেম্বর) পালন উপলক্ষে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন উপজেলা কমিটির সদস্য সচিব সুতপা ভট্রাচায্য সাংবাদিকদের উদ্দেশ্য মৎস্য সপ্তাহের কর্মসূচী সম্পর্কে আলোচনা ও সহযোগীতা কামনা করেন।

এ সময় সহকারী মৎস্য অফিসার কামরুজ্জান খান, অফিস সহকারী কামমুদ্রাক্ষরিক হাফিজুর রহমান সহ সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সহ সভাপতি মোহনা টিভি সরিষাবাড়ী প্রতিনিধি এ এইচ এস এহসান,সাধারণ সম্পাদক আমাদের সময় সরিষাবাড়ী প্রতিনিধি মো: আবুল হোসেন,যুগ্ম সম্পাদক তৌকির আহামেদ হাসু,নির্বাহী সদস্য দৈনিক খবর সরিষাবাড়ী প্রতিনিধি সোহেল রানা,সদস্য দৈনিক আমার সংবাদ সরিষাবাড়ী প্রতিনিধি রাইসুল ইসলাম বিভিন্ন সংগঠনের সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button