জাতীয়

ডিসেম্বরের মধ্যে টিকার আওতায় আসবে সাত কোটি মানুষ: স্বাস্থ্যমন্ত্রী

ডিসেম্বরের মধ্যে দেশের সাত কোটি মানুষকে করোনার টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শনিবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে মানিকগঞ্জ শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে জেলা ছাত্রলীগের আয়োজনে শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

গ্রাম-গঞ্জে বেশি টিকা দেওয়ার পরিকল্পনার কথা জানিয়ে জাহিদ মালেক বলেন, গ্রামের লোকজন টিকা কম পেয়েছেন, ফলে মৃতের সংখ্যা বেড়েছে। পঞ্চাশোর্ধ্ব মানুষের মৃত্যু প্রায় ৯০ শতাংশ। তাই এ বয়সী মানুষদের আমরা আগে টিকা দেবো।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে। তিনি বলেছেন— যত টাকাই লাগুক, পর্যায়ক্রমে দেশের ১৭ কোটি মানুষকে করোনার টিকার আওতায় আনা হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, করোনা পরীক্ষার জন্য একটি ল্যাব দিয়ে যাত্রা শুরু করে দেশে এখন ৭৫০টি ল্যাব স্থাপন করা হয়েছে। দেশে এখন ১১০টি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা রয়েছে। তবে আমরা যতোই টিকা নেই না কেন, মাস্ক পরতে হবে। বজায় রাখতে হবে নিরাপদ শারীরিক দূরত্ব।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button