রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু

0
108

এস, এম, মনির হোসেন জীবন- রাজধানীর চকবাজার এলাকায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো, বাবুল মিয়া (৪০)। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া আজ শনিবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে চকবাজার ইসলামবাগে হাজী নুর ইসলামের গলি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে বেলা ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী চান মিয়ার উদ্বতি দিয়ে পুলিশ জানান, শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় কিছু মাটি সরাতে গেলে বাবুল মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়। তিনি ভোলা জেলার দৌলতখান থানার আব্দুর রব মিয়ার ছেলে।

ওসি মো. বাচ্চু মিয়া আরো জানান,নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে । এ বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে। তারা পরবর্তীতে এব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা গ্রহন করবেন।