বিরামপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
77

এস এম মাসুদ রানা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ ২৮( ই আগস্ট শনিবার সকাল ১১ টায় বিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে মৎস্য কর্মকর্তা মোঃ কাওছার হোসেন-জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে বিরামপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, আমিষের অভাব পূরণে মাছ চাষের কোন বিকল্প নেই মাছ চাষ বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, মাছ চাষ একটি লাভজনক তাই মাছ চাষ করে অনেকে বেকারত্ব দূর করেছেন তিনি আরো বলেন, কারেন্ট জাল ব্যবহার নিষিদ্ধ করণে প্রয়োজনীয় প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

এ সময় উপস্থিত ছিলেন বিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক আকরাম হোসেন, প্রেসক্লাবের সহ-সভাপতি এসএম মাসুদ রানা, ফরিদ হোসেন, সিনিয়র সাংবাদিক হাফিজ উদ্দিন, নজরুল ইসলাম, শাহ আলম মন্ডল, সেকেন্দার আলী, সামিউল আলম, আজাহার ইমাম এছাড়াও বিরামপুর প্রেসক্লাবের সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।