খুলনায় চোরাই মালামালসহ ইজিবাইক চোর সিন্ডিকেটের ৫ সদস্য আটক
আহছানুল আমীন জর্জ, খুলনা প্রতিনিধি : ২৬ আগষ্ঠ বৃহস্পতিবার খুলনা মহানগরীর খানজাহান আলী থানা পুলিশের বিশেষ অভিযানে ইজিবাইক ও ব্যাটারীচালিত ভ্যান চোর সিন্ডিকেট চক্রের চোরাইকৃত মালামালসহ ৫ চোরকে বিভিন্নস্থানে ঝটিকা অভিযান চালিয়ে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো – বাগেরহাট জেলার রামপাল থানার ব্রি-চাকশ্রী গ্রামের শেখ ওমর ফারুকের পুত্র শেখ মেহেদী হাসান (২৩), খুলনার দাকোপ থানার কালাবাগী গ্রামের মোহাম্মাদ আলী গাজীর পুত্র মহিন গাজী(২৩), রামপাল থানার ব্রি-চাকশ্রী গ্রামের আলাল শেখের পুত্র মোঃ রাসেল শেখ(২৪), খুলনার দাকোপ থানার কামার খোলা গাজী বাড়ীর মোঃ জাহিদুর রহমান গাজীর পুত্র মোঃ আশকার গাজী(৩৩) ও খুলনার টুটপাড়া রুপসা ষ্ট্র্যান্ড রোড এলাকার মোঃ আব্দুল হকের পুত্র মোঃ আরিফ গাজী (২৩)।
তাদের কাছ থেকে চোরাইকাজে ব্যবহৃত ১ টি ১৮ ইঞ্চি লোহা কাটার এবং ১টি মোবাইলফোন উদ্ধার করা হয়।
খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস জানান, প্রাথমিকভাবে আটককৃত ব্যক্তিরা স্বীকার করেছে, তারা বিভিন্নস্থানে সুযোগ বুঝে ইজিবাইক ও ব্যাটারীচালিত ভ্যান চুরি করত।
এ ঘটনায় আটককৃত ৫ জন কে এজাহার নামীয় আসামি সহ অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে ; মামলা নং-১২, তাং ২৬/৮/২০২১ ইং।