রামপালে জলে ডুবে প্রাণ গেল কৃষকের,২২ ঘন্টা পর মৃতদেহ উদ্ধার

0
102

সুব্র ঢালী, স্টাফ রিপোর্টর: বাগেরহাটের রামপালে জল ডুবে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে ৷ নিহত উপজেলার বাঁশতলী ইউনিয়নের গিলাতলা পশ্চিমপাড়া গ্রামের গৌর পাল (৭৬) ৷

পুলিশ জানায়, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে নিহত ব্যাক্তি গরুর ঘাস কাটার কথা বলে বাইরে গিয়ে আর ফিরে আসেনি ৷ এরপর তার পরিবার থেকে খোঁজ করতে গিয়ে ঘাসের বস্তা পাশের একটি মাছের ঘেরে ভাসতে দেখতে পায় ৷ পানিতে নেমে খোঁজ করে না পেয়ে তারা ফায়ার সার্ভিসে খবর দেয় । শুক্রবার সকালে ২২ ঘন্টা পর খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিস এর একটি ডুবুরি দল প্রায় ঘন্টাখানেক চেষ্টার পর ৩৫ ফুট পানির নিচ থেকে মৃত দেহটি উদ্ধার করে ৷ খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিস এর সাব ইন্সপেক্টর মোঃ বাশার বলেন, খবর পেয়ে আমরা দ্রুত এসে আমাদের ডুবুরি দল প্রায় ৩০থেকে ৪০ মিনিট চেষ্টার পর পানির নিচ থেকে মৃত দেহটি উদ্ধার করে স্থানীয় জনপ্রতিনিধিদের নিকট লাশটি হস্তান্তর করি।

রামপাল থানার ওসি মোঃ সামসুদ্দীন জানান, নিহত ব্যাক্তি এর আগে দুইবার স্ট্রোক করেছেন ৷ প্রাথমিকভাবে তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি ৷ পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় লাশটি সৎকারের জন্য তাদের কাছে হস্তান্তর করা হয়েছে ৷