ই-অরেঞ্জ অফিসের সামনে বিক্ষোভ, রিফান্ড চায় গ্রাহকরা

0
89

ক্রেতাদের মোটরসাইকেল বা সমমূল্যের রিফান্ড দাবিতে ই-কমার্স সাইট ই-অরেঞ্জের সামনে বিক্ষোভ হচ্ছে। গ্রাহকরা শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে গুলশানে ই-অরেঞ্জ অফিসের সামনের সড়কে বিক্ষোভ মিছিল শুরু করেন।

শতাধিক গ্রাহক জড়ো হয়ে বিক্ষোভ করছেন। এতে গুলশানের ১৩৬/১৩৭ নম্বর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তারা বিক্ষোভ মিছিলের সঙ্গে মোটরসাইকেলে করে গুলশানের বিভিন্ন সড়কে শোডাউনও করছেন।

ফাহিম নামের এক গ্রাহক বলেন, আমাদের প্রত্যেকে লাখ লাখ টাকা বিনিয়োগ করেছি। এগুলো কীভাবে ফেরত পাব তা নিশ্চিতভাবে বলা হচ্ছে না। ই-অরেঞ্জের একজন ভুক্তভোগী গ্রাহক। ইঅরেঞ্জ ডট শপ লাখো গ্রাহকের অর্থ নিয়ে পণ্য না দিয়ে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে যাচ্ছে।

গুলশান থানার ওসি বলেন, আমরা আন্দোলনকারীদের বুঝিয়ে সরিয়ে দেয়ার চেষ্টা করছি।

ই-অরেঞ্জের বিরুদ্ধে গ্রাহকদের করা ১ হাজার ১০০ কোটি টাকা আত্মসাৎ মামলার প্রাথমিক তদন্তে অন্তত ৪৫০ কোটি টাকার গরমিল পাওয়া গেছে। এ টাকা কোন খাতে গেছে, তা খতিয়ে দেখছে গুলশান থানার পুলিশ।