সেনাবাহিনীর তত্ত্বাবধানে মেঘনা নদী তীর রক্ষা বাঁধ নির্মাণের দাবিতে কমলনগরে মানববন্ধন
শাহদাত সুমন, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ সেনাবাহিনীর মাধ্যমে মেঘনা নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণের দাবিতে লক্ষ্মীপুরের কমলনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ আগষ্ট) সকালে কমলনগর উপজেলা পরিষদের সামনে কমলনগর নদী শাসন সংগ্রাম পরিষদ উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে বক্তারা রামগতি ও কমলনগর নদী তীর রক্ষায় সেনাবাহিনীর মাধ্যমে বেড়িবাঁধ নির্মানের জোর দাবি জানান।
নদী শাসন সংগ্রাম পরিষদের আহবায়ক অধ্যক্ষ আব্দুল মোতালেবের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, চরলরেঞ্চ ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আহসান উল্লাহ হিরণ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, নদী শাসন সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইউছুফ আলী মিঠু, ইব্রাহিম খলিল মেম্বার, কামাল হোসেন দেওয়ান, এবিএম বাবুল, মোস্তাফিজ হাওলাদার, হারুনুর রশিদ ডিলার, ফিরোজ আলম ও যুবলীগ নেতা মিরাজ হোসেন শান্ত প্রমুখ।
প্রসঙ্গতঃ সম্প্রতি মেঘনা নদীর ভয়াবহ ভাঙ্গন থেকে রামগতি কমলনগর রক্ষায় প্রধানমন্ত্রীর একনেক সভায় মেঘনা নদী তীর রক্ষা বাঁধের জন্য ৩ হাজার ৯০ কোটি টাকা বাজেট অনুমোদন হয়।