যে ২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফি ৬০ টাকা করে

0
188

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয়সহ দেশের ২০ টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে হলে প্রতিটির জন্য ৬০ টাকা করে ফি দিতে হবে। আজ বৃহস্পতিবার (২৬ আগস্ট) সমন্বিত ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের ফলাফল প্রকাশের পর সমন্বিত ভর্তি পরীক্ষার উপাচার্যদের সমন্বয়ে গঠিত কোর কমিটির আহ্বায়ক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দীন আহমেদের বক্তব্য থেকে এমনটাই জানা যায়।

যে ২০ বিশ্ববিদ্যালয়ের প্রতিটিতে পরীক্ষার ফি ৬০ টাকা-

১. ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া)

২.শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সিলেট)

৩. খুলনা বিশ্ববিদ্যালয় (খুলনা)

৪. হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (দিনাজপুর)

৫. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (টাঙ্গাইল)

৬. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোয়াখালী)

৭. কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুমিল্লা)

৮. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ)

৯. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যশোর)

১০. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (রংপুর)

১১. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবনা)

১২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোপালগঞ্জ)

১৩. বরিশাল বিশ্ববিদ্যালয় (বরিশাল)

১৪. রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাঙ্গামাটি)

১৫. রবীন্দ্র বিশ্ববিদ্যালয় (সিরাজগঞ্জ)

১৬. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি (গাজীপুর)

১৭. শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় (নেত্রকোনা)

১৮. বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জামালপুর)

১৯. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পটুয়াখালী)

২০. জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)।

জানা গেছে, সমন্বিত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী-অভিভাবকদের হয়রানি চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। শিক্ষার্থীরা বাড়ির পাশে পছন্দমতো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। ফলে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আলাদা করে যাতায়াত, আর্থিক ও অন্য বিষয়গুলো নিয়ে আর দুশ্চিন্তা করতে হবে না।

উপাচার্য ফরিদ উদ্দীন আহমেদ বলেন, ‘দীর্ঘ পরিশ্রম করে আমরা শিক্ষার্থী ও অভিভাবকদের আর্থিক ও হয়রানি কমিয়ে আনার জন্য সমন্বিত ভর্তি পরীক্ষা প্রক্রিয়া শুরু করেছি। শিক্ষার্থীরা বাড়ির পাশে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে। গড়ে প্রায় ৬০ টাকায় শিক্ষার্থীরা ২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে।’

উপাচার্য আরও বলেন, ‘একটি চমৎকার পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আশা করি, আমাদের দেখাদেখি অন্য বিশ্ববিদ্যালয়গুলো সমন্বিত ভর্তি পরীক্ষায় যুক্ত হবে এবং ভর্তি পরীক্ষা নিয়ে চিরদিনের জন্য শিক্ষার্থী-অভিভাবকদের হয়রানির বন্ধ হয়ে যাবে।’

উপাচার্য বলেন, মানবিক ও বাণিজ্য বিভাগের সব শিক্ষার্থী আবেদন করার সুযোগ পাচ্ছেন। অপর দিকে বিজ্ঞান বিভাগের নির্দিষ্টসংখ্যক শিক্ষার্থী আবেদন না করলে, পরবর্তী সময়ে মেধাতালিকা প্রকাশ করে শিক্ষার্থীদের আবেদন চাওয়া হবে। এখন যারা মনোনীত হতে পারেননি, সে সময় তারা মনোনয়ন পেতে পারেন।

শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, ‘শিক্ষার্থীদের দ্রুত চূড়ান্ত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার অনুরোধ করব। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করলে শিক্ষার্থীর প্রাথমিক মনোনয়ন বাতিল করা হবে।’