উল্লাপাড়ায় কাভার্ড ভ্যান-বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত ৫
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বৃহস্পতিবার সকালে ঢাকা-রাজশাহী মহাসড়কে উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল র্যাব-১২ ক্যাম্পের অফিসের পাশে একটি কাভার্ডভ্যানের সঙ্গে যাত্রীবাহী আর.পি স্পেশাল রোকেয়া বাসের মুখোমুখি সংঘর্ষে কাভার্ড ভ্যানের চালক মংওয়াইসিং মারমা (২৮) ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনায় আহত হন বাসের আরও ৫ যাত্রী।
নিহত চালক রাঙ্গামাটি জেলার কাপ্তাই হৃদের শীতাপাহাড় গ্রামের বাসিন্দা। আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান ও বাসটি আটক করেছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ হেল বাকী জানান, ঘটনার সময় রোকেয়া বাসটি চট্টগ্রাম থেকে চাপাইনবাবগঞ্জ যাচ্ছিল। এ সময় যশোর থেকে আসা ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মংওয়াইসিং মারমা মারা যান।
স্থানীয় লোকজনের সহযোগিতায় দুর্ঘটনায় আহত যাত্রীদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এব্যাপারে সলঙ্গা থানায় একটি মামলা হয়েছে।