দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ

ফেরদৌস সিহানুক শান্ত, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের রানিহাটিতে মোঃ ইসা (২৩) নামে মানসিক ভারসাম্য এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের একটি আমবাগানে তার লাশটি উদ্ধার করে পুলিশ। মৃত ব্যক্তি হচ্ছে, জেলার সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর পাঠানপাড়ার রেজাবুল হক কালুর ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়রা সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের একটি আমবাগানে মরদেহ পড়ে থাকতে দেখে। এসময় তারা সদর মডেল থানা পুলিশকে অবহিত করলে পুলিশ সকাল সাড়ে ৯টায় তার লাশটি উদ্ধার করে। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি মোঃ মোজাফফর হোসেন।

তিনি আরো জানান, মৃত যুবকটি মানসিক ভারসাম্য ছিল। এ ব্যাপারে অপমৃত্যু হিসেবে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button