বিভাগ পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে রাসিকের বালক দল

0
92

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের (বালক অনুর্ধ্ব-১৭) রাজশাহী বিভাগীয় পর্যায়ে ফাইনালে উন্নীত হয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন বালক দল। রাজশাহী সিটি কর্পোরেশন দল ট্রাইবেকারে ৭-৬ গোলে নওগাঁ জেলা দলকে পরাজিত করে ফাইনালে উঠেছে।

বৃহস্পতিবার বিকেল ৩টায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে রাজশাহী সিটি কর্পোরেন ও নওগাঁ জেলা দলের মধ্যে সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

রাজশাহী বিভাগীয় প্রশাসনের আয়োজনে গত ২৪ আগস্ট বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধু-বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ( বালক ও বালিকা-অনুর্ধ্ব-১৭) উদ্বোধন হয়। এরমধ্যে বালক (অনুর্ধ্ব-১৭) তে বিভাগীয় পর্যায়ে মোট ৯টি ফুটবল দল অংশগ্রহণ করেছে। গ্রæপ পর্যায়ে প্রতিটি খেলায় জয় লাভ করে রাজশাহী সিটি কর্পোরেশন দল ফাইনালে উন্নীত হয়েছে। ফাইনাল খেলা আগামী ২৮ আগস্ট বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।

রাজশাহী সিটি কর্পোরেশন বালক (অনুর্ধ্ব-১৭) দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন রাজশাহী সিটি কর্পোরেশনের ক্রীড়া কর্মকর্তা মোঃ শ্যামল পারভেজ শিমুল। ম্যানেজারের দায়িত্বে আছেন নাজমীর আহম্মেদ আমান।