নেত্রকোণায় সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তা প্রদান

0
107

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় নেত্রকোণায় করোনাকালীন পরিস্থিতিতে সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তার চেক প্রদান অনুষ্ঠিত হয়।

আজ (২৬ আগস্ট)বৃহস্পতিবার দুপুরে নেত্রকোণা জেলা প্রশাসনের আয়োজনে প্রশাসক সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কাজি আব্দুর রহমান, জেলা প্রেসক্লাব সম্পাদক এম মোখলেসুর রহমান, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আল ফয়সাল।

এ সময় নেত্রকোনা জেলার ৫৫ জন সাংবাদিকে চেক বিতরণ করা হয়েছে ।

প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক কাজি আব্দুর রহমান বলেন, অনুদান একটি চলমান প্রক্রিয়া, পর্যায়ক্রমে জেলার সকল সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তা প্রদান করা হবে।