দেশজুড়ে

বাগমারায় মাদক সহ বিভিন্ন মামলায় ৭জন গ্রেপ্তার

বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারায় অভিযান চালিয়ে নারী সহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৬ গ্রাম হেরোইন সহ পারুল বেগম (৪৫)কে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে পারুল বেগমের নিকট থেকে হেরোইন ক্রয়কালে মুনসুর রহমান (৫৮) এবং পারভেজ হোসেনকে (৩৩) গ্রেপ্তার করা হয়। সেই সাথে ১৬ পিচ ইয়াবা সহ কহিনুর বেগম (৫১) নামের আরেক নারী ইয়াবা ব্যবসায়ীকে তাহেরপুর চৌকিরপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অপরদিকে ২৫ গ্রাম গাঁজা সহ মজনুর রহমানকে (৬০) গ্রেপ্তার করা হয়। তার বাড়ি উপজেলার ছোট কয়াগ্রামে। এছাড়াও চুরির সাথে জড়িত থাকার অপরাধে দেউলিয়া গ্রাম থেকে সেনামুল হক (৩৮) এবং খাজা মইনুদ্দীনকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকার থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ বলেন, নারীসহ গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button