দেশজুড়ে

গোবিন্দগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ছাদেকুল ইসলাম রুবেল. গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে গলায় ওড়না পেঁচিয়ে ঝুঁলে থাকা এক যুবকের লাশ উদ্ধার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। ২৪ আগস্ট মঙ্গলবার বিকালে মহিমাগঞ্জ ইউপির জিরাই গ্রাম থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত যুবক ওই গ্রামের মীর কাশেম আলীর ছেলে শাকিল আহম্মেদ (২৫)। সে নিজ গ্রামেই মুদির দোকান করতো।

এলাকাবাসী জানান, শাকিল পেশায় ব্যবসায়ী। তাদের বাড়ীর ভিতরে গলায় ওড়না জড়িয়ে তাকে ঝুলন্ত অবস্থাশ দেখে পরিবারের লোকজন থানায় খবর দিলে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।

গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক অনিমেষ যুবকের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক ভাবে আত্মহত্যা মনে হলে অধিকতর তদন্তের প্রয়োজনে লাশটিকে গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এবিষয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button