রাণীশংকৈলে বজ্রপাতে যুবকের মৃত্যু

0
86

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলে বজ্রপাতে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। সে উপজেলার বলিদ্বারা গ্রামের টাওয়ার পাড়া এলাকার সুধু রামের ছেলে ঢেলু রাম (৪৪)।

জানা যায়,২৫ আগষ্ট (বুধবার) আনুমানিক দুপুর ২ টার দিকে ঢেলু রাম বলিদ্বারা গ্রামের স্থানীয় মানিকের ধানের ফসলের জমিতে মাঠে কাজ করতে গেলে গুড়ি গুড়ি বৃষ্টির সময় বজ্রপাতে তার ফসরের মাঠেই মৃত্যু হয়।

স্থানীয় সেবু মিলার জানান, ঢেলু রাম মানুষের বাড়িতে কাজ করে খায়। প্রতিদিনের মত মানষের ফসলের জমিতে কাজ করতে গেলে ফসলের মাঠেই বজ্রপাতে মারা যায়।

সংশ্লিষ্ট ইউনিয়ণ পরিষদের চেয়ারম্যান জমিরুল ইসলাম জানান, ঢেলু রাম মানুষের বাড়িতে কাজ করত। সে বজ্রপাতে মারা গেছে।