দেশজুড়ে

পলাশবাড়ীতে ভ্রাম্যমাণ আদালত অভিযানে ৫০ হাজার টাকার জাল জব্দ

ছাদেকুল ইসলাম রুবেল. গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে নলেয়া নদী ও পার্শ্ববর্তী খাল থেকে ৫০ হাজার টাকা মূল্যের অবৈধ চায়না রিং জাল জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে ধ্বংশ করে দিয়েছে ভ্রাম্যমান আদালত।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, গতকাল সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পবনাপুর ইউনিয়নের ফরিদপুর নলেয়া নদী পার্শ্ববর্তি খাল থেকে অভিযান চালিয়ে চায়না রিং জাল ওরফে শয়তান জাল নামে পরিচিত অবৈধ জাল জব্দ করা হয়।পরে অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামরুজ্জামান জব্দকৃত অবৈধ জাল ওই দিন দুপুরে ফরিদপুর ঈদগাহ মাঠ চত্তরে বিচারকের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়।অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ প্রদীপ কুমার সরকারসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন।

মাবাইলকোর্ট আইন ২০০৯/১২(২)ধারা মোতাবেক জব্দকৃত জাল গুলো আগুনে পুড়িয়ে ধ্বংশ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button