রামপালে বণ ও পরিবেশ উপমন্ত্রীর ইয়াসে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ
সুব্র ঢালী, স্টাফ রিপোর্টারঃ রামপালে “ঘুর্নিঝড় ইয়াস” ক্ষতিগ্রস্ত ১৩৪ টি পরিবার এবং ০৪ টি প্রতিষ্ঠানকে ২৩৫ বান্ডিল টিন এবং নগদ ৭ লক্ষ ৫ হাজার টাকা বিতরন করেন।
করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন পরিবেশ ও জলবায়ু উপমন্ত্রী হাবিবুন নাহার ৷ বুধবার (২৫) আগস্ট সকালে রামপাল উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসাবে দূর্গতদের মাঝে এই অর্থের চেক বিতরণ করেন ৷
সভায় বক্তৃতা করেন, রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, ইউএনও মোঃ কবীর হোসেন, বাগেরহাট জেলা আওয়ামীলীগ সহ সভাপতি মোল্ল্যা আঃ রউফ, ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি , রামপাল থানার ওসি মোঃ সামসুদ্দিন, প্রানীসম্পদ কর্মকর্তা জাহিদুর রহমান প্রমুখ ৷ এদিন বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ৷
এরপর তিনি উপজেলা পরিষদ রামপালের অর্থায়নে নির্মিতব্য আনসার ব্যারাকের ভিত্তি প্রস্তর স্থাপণনের উদ্বোধন করেন ৷ পরে মৎস্য অফিসের আয়োজনে উপজেলা কার্যালয়ের সামনের পুকুরে মাছের পোনা অবমুক্ত সহ বিভিন্ন সভায় অংশগ্রহন করেন ৷