খুলনায় ৬০ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত

0
85

খুলনা প্রতিনিধি : ১৫ জুন সোমবার রাত নাগাদ খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১ জন চিকিৎসক ও ৪ জন পুলিশ সদস্যসহ আরো ৬০ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ।

খুলনা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে করোনা আক্রান্তের ক্ষেত্রে খুলনা জেলা রয়েছে শীর্ষে।

খুমেক সূত্রে জানা যায় , সোমবার খুমেকের পিসিআর ল্যাবে ২৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৬০ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ এসেছে। যার ৪২ জনই খুলনার।

এছাড়া, সাতক্ষীরা জেলার ৭ জন, বাগেরহাট জেলার ৬ জন এবং যশোর, মাগুরা, নড়াইল, পিরোজপুর ও পঞ্চগড় জেলার একজন করে রয়েছেন।

তিনি আরো জানান, করোনা আক্রান্তদের মধ্যে একজন চিকিৎসক ও খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) চারজন সদস্য রয়েছেন।

খুলনা সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানান, খুলনা মহানগরীসহ জেলায় এ পর্যন্ত ৪৫০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।