দেশজুড়ে

ধামরাইয়ের নান্নার- সোয়াপুর দেড় কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা

রনজিত কুমার পাল (বাবু), ঢাকা জেলা প্রতিনিধি: রাজধানী ঢাকায় অদূরে ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক ঢাকা-আরিচা মহাসড়ক থেকে শুরু হওয়া সড়কের রাস্তার বেহাল অবস্হার কারণে জনদুর্ভোগ পোহাতে হচ্ছে হাজারো মানুষের । যে কোন সময় এ’সড়কে চলাচলের সময় দুর্ঘটনা ঘটতে পারে।

নান্নার ইউনিয়নবাসী সড়কের বেহাল অবস্হা থেকে মুক্তি চায়।প্রায় দেড় কিলোমিটার রাস্তার বেশির ভাগ রাস্তা ভাঙ্গা ও চলাচলের অনুপযোগী হয়ে দাড়িয়েছে। জীবন-জীবিকার প্রয়োজনে তবুও মানুষ ঝুকিঁ নিয়ে
ভাঙ্গা-কর্দমাক্ত রাস্তা ব্যবহার করছে।

নান্নার ইউনিয়নের কুশল দাস বলেন-নান্নার গ্রাম কি তাহলে অভিভাবক ও জনপ্রতিনিধি শুন্য? নিষিদ্ধ একটা গ্রামে পরিনত হতে যাচ্ছে আমাদের এই নান্নার গ্রাম। মাননীয় চেয়ারম্যান মহোদয় দয়া করে এই বেহাল রাস্তাগুলো সংস্কার করার ব্যবস্থা করুন। আপনার নিস্কৃয়তা আমাদের জন্য ঘৃনা ও লজ্জার বিষয়।

নান্নার এলাকাবাসী ধামরাইয়ের অভিভাবক ঢাকা-২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি মহোদয় দৃষ্টি আকর্ষণ করে বলেন মানণীয় সাংসদ আপনি এমপি নির্বাচিত হওয়ার পর বিভিন্ন সভা-সমাবেশে বলেছেন আপনার এই পাঁচ বছরের মেয়াদ কালে পঞ্চাশ বছরের উন্নয়ন মূলক কাজ করবেন। আমরা আপনার কথায় বিশ্বাস করি।হয়তো আপনাকে আমাদের জনপ্রতিনিধিগন আমাদের নান্নার- সোয়াপুর এর বেহাল রাস্তার উন্নয়ন জন্য কিছু বলেননি।

আমরা নান্নারবাসী আপনার কাছে নান্নার-সোয়াপুর দেড় কিলোমিটার রাস্তার উন্নয়ন চাই।নতুন
দয়া করে আমাদের নান্নার- সোয়াপুর সড়কের রাস্তাটি সংস্কার বা নতুন করে কার্পেটিং করে নান্নার- সোয়াপুর ইউনিয়নের হাজার-হাজার মানুষের জন দুর্ভোগ ও কষ্ট থেকে মুক্তি দিন। আমরা নতুন রাস্তা চাই।যে রাস্তা দিয়ে নিরাপদে ও নির্বিঘ্নে আমরা নান্নার-সোয়াপুরবাসী চলাচল করতে পারি।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button