দেশজুড়ে
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনা রোধকল্পে অবধ্য মটরসাইকেল চালকের উপর অভিযান


মানিক ঘোষ, নিজস্ব প্রতিনিধি: ঝিনাইদহ জেলার পুলিশ সুপারের নির্দেশে ট্রাফিক পুলিশ সড়ক দুর্ঘটনা রোধকল্পে কালীগঞ্জ থানা এলাকায় অবধ্য মোটরসাইকেল চালকদের উপর বিশেষ অভিযান পরিচালনা করেছেন।প্রতিনিয়ত সড়ক দূর্ঘটনা বাড়ার কারনে ও অবধ্য বেপরোয়া মোটরসাইকেল চালনোর কারনে মঙ্গলবার সকালে কালীগঞ্জ নিমতলা বাস ষ্ট্যান্ডে,বৈশাখী মোড়,কোটচাঁদপুর রোডে এই বিশেষ অভিযান পরিচালনা করেন।
মোটরসাইকেল চালানোর সময় হেলমেট, ড্রাইভিং লাইসেন্স ও মটরসাইকেল কাগজ ঠিক না থাকায় ঝিনাইদহ ট্রাফিক ইউনিট ইনচার্জ মোঃ সালাউদ্দিনের উপস্থিতে ইনস্পেকটার মশিয়ুর রহমান,সার্জেন্ট আসাদুজ্জামান,শুভ্রদেব,মোজাফর,সহ কালীগঞ্জ থানার সহ যোগিতায় ৪৬ টি অবধ্য মোটরসাইকেল চালক কে অভিযানে মামলা দায়ের করে।