ধামরাইয়ের যাদবপুর ইউনিয়নে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

0
106

রনজিত কুমার পাল (বাবু), ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকার ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নে যথাযোগ্য মর্যাদায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা,দোয়া, মিলাদ মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২৪আগষ্ট-২০২১ খ্রীস্টাব্দ) বিকেলে উপজেলার যাদবপুর ইউনিয়নে গুমগ্রাম বাজারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এ শোক দিবস অনুষ্ঠান পালন করা হয়।

যাদবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী ইছাক এর সভাপতিত্বে শোক দিবসের এ’অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।

শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান,ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন (সাকু,),উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ, ধামরাই উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ ইউসুফ আলী,উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ আরিফ হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জীবন কান্তি দাস প্রমুখ।

শোক দিবস এ’অনুষ্ঠানে ৭৫ এর ঘাতক খুনিদের ধরে আইনের আওতায় এনে ফাঁসি কার্যকর করার দাবি জানান এমপি বেনজীর আহমদ ।

১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ঐ রাতে নিহত সকল শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শোক দিবস উপলক্ষে থানা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা এ’সময় উপস্থিত ছিলেন।